স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৮ মে।।তেলিয়ামুড়াতে আরও একশো শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার করার রাজ্য সরকারের সিদ্ধান্তে আজ মহকুমা প্রশাসনের তরফে তেলিয়ামুড়া ডিগ্রি কলেজ পরিদর্শন করা হয়৷
আজ দুপুরে মহকুমা শাসক বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে খাসিয়ামঙ্গলস্থিত তেলিয়ামুড়া ডিগ্রি কলেজ পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে মহকুমা শাসকের সাথে ছিলেন পানীয় জল, পূর্ত, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সহ পুর পরিষদের প্রাক্তন পুরপিতা, নীতিন সাহা বিডিও প্রমুখ৷
পরে মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য জানান, রাজ্য সরকারের প্রস্তাবে কোভিড কেয়ার সেন্টারের জন্য তেলিয়ামুড়া ডিগ্রি কলেজটি পরিদর্শন করেন৷ তিনি জানান মোট একশোটি বেডের কেয়ার সেন্টার করার জন্য প্রস্তাব রয়েছে৷ যার মধ্যে পঞ্চাশটি পুরুষ আর বাকি পঞ্চাশটি মহিলা৷
পানীয় জলের ব্যবস্থা, দরজা, জানালা, বিদ্যুৎ পরিষেবা, শৌচাগার ইত্যাদি বিষয় দেখতেই পরিদর্শন করা হয়৷ তবে এই একশো বেডের কোভিড কেয়ার সেন্টারে দুই ইউনিট করে কনসেন্ট্রেটর থাকবে৷ এখানে শুধু আক্রান্তদের যাদের অবস্থা ভাল তাদের রাখা হবে৷
সব ঠিকঠাক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে কোভিড আক্রান্তদের জন্য মোটামুটি ঠিক হয়ে যাবে করোনা কেয়ার সেন্টার জানালেন মহকুমা শাসক৷