মুম্বাইয়ে তাওকতের প্রভাবে ডুবে যাওয়া বার্জ পি-৩০৫ থেকে ২২ জনের মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক, ১৯ মে।। ভারতের মুম্বাই উপকূল থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে ঘূর্ণিঝড় তাওকতের প্রভাবে ডুবে যাওয়া বার্জ পি-৩০৫ থেকে ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

২৬১ জন নিয়ে ডোবা এই বার্জের ৫১ নাবিক এখনো নিখোঁজ। বুধবার ১৯ মে এ খবর দিয়েছে এনডিটিভি। গত সোমবার এই বার্জডুবির ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, টুইটারে ডিফেন্স পিআরও এর পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বার্জ থেকে ১৮৮ জনকে উদ্ধার করে আইএনএন কোচি নামের একটি জাহাজ মুম্বাই বন্দরে ঢুকছে। পোস্টে বলা হয়েছে, উদ্ধারকাজ এখনো চলছে।

অন্যদিকে তাওকতের তাণ্ডবে ভারতে মহারাষ্ট্রে ছয়জন, কেরালায় সাতজন এবং কর্ণাটকেও আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার রাতেই গুজরাট উপকূলে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে তওকতে। এর প্রভাবে প্রচুর বাড়িঘর ভেঙে গেছে। উপড়ে গেছে অনেক গাছ। মুম্বাইয়ের অনেক এলাকা পানির নিচের ডুবে গেছে। উপড়ে পড়েছে গাছ। রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?