অনলাইন ডেস্ক, ১৮ মে।। ভারতীয় কুস্তিগির সুশীল কুমারের খবর দিলেই দেওয়া হবে ১ লাখ টাকা পুরস্কার। এমন পুরস্কারের ঘোষণা করল দিল্লি পুলিশ।
দেশটির সর্বকালের অন্যতম সেরা এই ক্রীড়াবিদই এখন পলাতক খুনের অভিযোগে। ২৩ বছর বয়সী সাবেক জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন সাগর কুমারের হত্যা মামলায় সুশীল কুমারকে খুঁজছে দিল্লি পুলিশ।
তার বিরুদ্ধে লুক-আউট নোটিশও জারি করা হয়। শনিবার দিল্লির এক আদালত জোড়া অলিম্পিক পদকজয়ীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সঙ্গে সন্দেহভাজন আরো নয় জনের বিরুদ্ধেও জারি হয়েছিল পরোয়ানা।
এএনআই-এর খবর অনুযায়ী, ছাত্রাসাল স্টেডিয়ামে সাগর কুমার খুনের অভিযুক্ত সুশীল কুমারের খবর যে দিতে পারবেন তাকে দিল্লি পুলিশ ১ লাখ টাকা পুরস্কার দেবে। আর যে অন্য অভিযুক্ত অজয়ের খবর দেবেন তাকে দিল্লি পুলিশ ৫০ হাজার রুপি পুরস্কার দেবে।