এ বিষয়ে খোঁজখবর নিয়ে জানা গেছে জলের উৎস সংস্কার এবং বিকল্পগুলি সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নেই। ফলে এ বছর পানীয় জলের সংকট বিগত বছরগুলোর চেয়েও মারাত্মক আকার ধারণ করেছে। অটল জলধারার প্রকল্পে মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার গালভরা প্রতিশ্রুতি দিলেও সেই সব প্রতিশ্রুতি অথৈ জলে। গ্রাম পাহাড়ের মানুষ তৃষ্ণামেটানোর জল পাচ্ছেন না।
ছড়া নালা খাল বিল পুকুর নদীর অপরিশোধিত জল পান করে নানা জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। খোদ রাজধানী আগরতলা শহরেও পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাওয়া যাচ্ছে না। আগরতলা শহরের আগরতলা ধলেশ্বর রোডে হরিজন কলোনি এলাকায় একটি ওয়াটার পাম্প অবস্থা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এ পাম্প দিয়েই ধলেশ্বর এলাকায় জল সরবরাহ করে থাকে। লক্ষনীয় বিষয় হলো জল আয়রন মুক্ত করার যে মেশিনটি রয়েছে সেটি খুবই করুণ অবস্থায় পড়ে রয়েছে। অনাদরে অবহেলায় প্রকল্পটির জঙ্গলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এ বিষয়ে হেলদোল নেই দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের।