স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৮ মে।। মঙ্গলবার সকালে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে সেকেরকোট বাজারে পথদুর্ঘটনায় দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতসকালেই সেকের কোট বাজারে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত দুইজন।
ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকাল পৌনে নয়টা নাগাদ বিশালগড়ের দিক থেকে দুই যুবক ই রিকসা করে আসছিল।সেকেরকোট বাজারে পেছন দিক থেকে একটি ঘাতক গাড়ি ই রিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই বাজারের ব্যবসায়ীরা আহত দুই যুবককে উদ্ধার করেন। বিশালগড় দমকল কর্মীদের খবর পাঠায়।
তারা ছুটে গিয়ে আহত দুই যুবককে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার এই দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে তড়িঘড়ি জিবি হাসপাতালে রেফার করেন। জানা যায় আহতএক যুবকের নাম স্বদেশ সাহা, বাড়ি অফিস টিলা ।
অপর ব্যক্তি ফজর আলী, বাড়ি কামথানা । গাড়িটিকে পুলিশ আটক করতে পারেনি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। গাড়িটি আটক করে চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।