অনলাইন ডেস্ক, ১৮ মে।। ইসরায়েলের কাছে সাড়ে ৭৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। এ অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্যদের একাংশ। একটি সূত্রের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, ৫ মে কংগ্রেসে অস্ত্র বিক্রি সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে প্রশাসন।
সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে হামাসের ইসরায়েল আক্রমণের এক সপ্তাহ আগে এ নোটিশ পাঠানো হয়।
পশ্চিম তীরে ফিলিস্তিনি বসতি দখল ও আল আকসায় মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রেক্ষিতে উত্তেজনার সৃষ্টি। এ সব ঘটনায় কয়েকশ’ ফিলিস্তিনি আহত হয়। প্রতিক্রিয়ায় হামাস ইসরায়েলে রকেট হামলা চালায়।
এ ঘটনায় ইসরায়েলের নানামুখী আক্রমণে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। হামাসের হামলায় নিহত হয়ে ১০ ইসরায়েলি।
বাইডেন প্রশাসনের অনুমোদিত অস্ত্রের মধ্যে রয়েছে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক অ্যামুনিশনস বা জেডিএএমএস। যাকে ক্ষেপণাস্ত্রে রূপান্তর করা যায়। এর আগেও যুক্তরাষ্ট্র থেকে এ ধরনের অস্ত্র কিনেছিল ইসরায়েল।
এ দিকে সাম্প্রতিক পরিস্থিতিতে জো বাইডেন ইসরায়েলের পক্ষ নিয়ে বলছেন, হামাসের রকেট হামলা থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারে তার পূর্ণ সমর্থন রয়েছে। বিরোধী পক্ষ রিপাবলিকানদের এ মন্তব্যে পূর্ণ থাকলেও ডেমোক্র্যাটদের অনেকে প্রশ্ন তুলেছেন।