স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৭ মে।। উদয়পুর চন্দ্রপুর কোভিড কেয়ার থেকে পালিয়ে যাওয়ার পর জিবি কোভিদ কেয়ার সেন্টারে আনার পর সোমবার সকালে ফের কোভিদ কেয়ার সেন্টার থেকে পালিয়ে গেল মামলায় অভিযুক্ত সেলিম মিয়া নামে একজন করোনা পজিটিভ। তার নাম সেলিম মিয়া। অবশ্য তাকে উদয়পুর রেল স্টেশন থেকে পুনরায় আটক করা হয়েছে।
আবারও প্রশ্নচিহ্নের মুখে কোভিড কেয়ার সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা।
বারবার কোভিড কেয়ার সেন্টারের ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা জনসমক্ষে আসলেও হেলদোল নেই কতৃপক্ষের। রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে করোনা পজিটিভ রোগীরা পালিয়ে গেলেও কোভিড কেয়ার সেন্টারের নিরাপত্তা ব্যবস্থার কোনও পরিবর্তন হয়নি। উল্লেখ্য, কিল্লা থানার একটি মামলায় অভিযুক্ত সেলিম মিয়া নামে একজন করোনা পজিটিভ রোগী রবিবার উদয়পুর চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারের ছাদের বেলকনী দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ পাল, মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এর নেতৃত্বে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জোরকদমে তল্লাশি অভিযান জারী রেখে কয়েক ঘন্টা পর অবশেষে তাকে কুফিলংস্থিত বাড়ি থেকে তাকে আটক করে পুনরায় চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারে নিয়ে আসেন। এরপর দুপুর দুইটায় তাকে আগরতলাস্থিত এজিএমসিতে স্থানান্তর করা হয়েছিলো। সেখান থেকেও পালিয়ে চলে আসে।
কিন্তু সোমবার তাকে আবার পাওয়া যায় উদয়পুর রেল স্টেশনে। সেখানে তাকে দেখতে পেয়ে পুলিশকর্মীরা পুনরায় চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারে নিয়ে আসে। এই বিষয়ে উদয়পুর চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, পলাতক করোনা পজিটিভ রোগী সেলিম মিয়া জানায় রেলে করে আগরতলা থেকে উদয়পুরে এসেছে। এখন সে চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারে রয়েছে। উর্ধতন কতৃপক্ষের নির্দেশে এলেই বোঝা যাবে ওকে কোথায় রাখা হবে। পরপর দু’বার কোভিড কেয়ার সেন্টার থেকে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা প্রশ্ন দেখা দিয়েছে।