গৃহবধূকে পুড়িয়ে হত্যা, অবশেষে স্বামীকে গ্রেফতার করল পুলিশ

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৭ মে।। জনতার ডেপুটেশনে একপ্রকার চাপে পড়ে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করল সিধাই থানার পুলিশ৷

অভিযোগ, গত ৯ মে সিধাই থানাধীন হাতিছড়া এলাকার রবিতা দেববর্মা নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারে তার স্বামী মিঠুন দেববর্মা৷ বিয়ে হয়েছে প্রায় ১৮ বছর আগে৷ পারিবারিক ঝামেলা নিত্য দিনের ব্যাপার ছিল বলে স্থানীয়দের অভিযোগ৷

তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷ চলতি মাসের ৯ তারিখ মিঠুন তার স্ত্রী রবিতা’র গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ জানা গেছে বাড়িতে রান্না করার সময় সেই চুলোর আগুন থেকে গৃহবধূর গায়ে আগুন লাগানো হয়েছিল৷

দেহের বেশিরভাগ অংশ পুড়ে যায়৷ তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে৷ সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার৷ পরবর্তী সময়ে মৃতার বাড়ির লোকেরা ১২ তারিখ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷

পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়েছিলেন ঘটনার সঠিক তদন্ত করো দোষীকে গ্রেফতার করার৷ কিন্তু এই ঘটনার প্রায় ১০ দিন অতিবাহিত হয়ে গেলেও গ্রেফতার হয়নি অভিযুক্ত৷

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল সে৷ স্থানীয়রা এবং মৃতার বাড়ির লোকেরা রীতিমতো বাধ্য হয়ে সোমবার সিধাই থানায় ডেপুটেশন প্রদান করেন৷ এরপরেই নড়েচড়ে বসে পুলিশ৷ অভিযানে নেমে গ্রেফতার করা হয় মিঠুন দেববর্মাকে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?