স্টাফ রিপোর্টার, কদমতলা৷ ১৮ মে।। শ্বশুরের দায়ের কোপে জখম ঘর জামাই। ঘটনা কদমতলা থানাধীন রানীবাড়ী গ্রাম পঞ্চায়েত এর ৩নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় কদমতলা থানাধীন পিয়ারীছড়া ৩নং ওয়ার্ড এলাকার মানুষ হঠাৎ করে দেখতে পায় এক ব্যক্তি রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কদমতলা থানা এবং প্রেমতলা দমকল বাহিনীকে। প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় জখম ঘর জামাইকে উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। আহত ঘর জামাইয়ের নাম কৃশান উরাং(২৮) পিতা গরীব উরাং।
পিয়ারী ছড়া নিবাসী সমর উরাং এর মেয়ে উত্তরা উরাং এর সাথে ২০০৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কৃশান উরাং। তখন থেকে কৃশান উরাং শ্বশুর বাড়িতে থাকতো । কৃশান বর্তমানে চিকিৎসাধীন কদমতলা গ্রামীণ হাসপাতালে। এ ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দিয়েছে। এখন দেখা যাক পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে।