স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১৭ মে।। সায়দাবাড়ি টিএসআর ক্যাম্প থেকে এক জওয়ানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুমারঘাট থানাধীন সায়দাবাড়ীস্থিত টিএসআর ১৩ নং বেটেলিয়ানের ব্যারাক থেকে উদ্ধার বছর ৫০ এর এক টিএসআর জাওয়ানের রক্তাক্ত দেহ। নিজের সার্ভিস রাইফেল দিয়ে ঐ জাওয়ান আত্মঘাতি হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।আত্মঘাতি জাওয়ানের নাম অমৃত লাল সিনহা।
ঘটনার বিবরনে জানা গেছে, রবিবার ভোর রাতে ব্যারাকে থাকা অন্য জাওয়ানরা গুলির শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান ব্যারাকের নিজ ঘরেই মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে জাওয়ানের মৃতদেহ।খবর ছড়িয়ে পরতেই সেখানে ছুটে যান বাহিনির কামাণ্ডে সহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং কুমারঘাট থানার পুলিশ ও ফরেনসিক টিম।প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবেই দাবি পুলিশের।
মৃত জাওয়ানের বাড়ি ফটিকরায় থানাধীন কাঞ্চনবাড়ী এলাকায় বলে জানা গেছে।তবে ঘটনাটি আত্মহত্যা না অন্যকিছু তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটি যদি আত্মহত্যাই হয়ে থাকে তবে এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা বেরিয়ে আসবে পুলিশি তদন্তেই বলে ধারনা মৃতের পরিবার সহ অন্য জাওয়ানদের।
এদিকে মৃতদেহের কাছ থেকে উদ্ধার হওয়া রাইফেল তদন্তের স্বার্থে হেফাজতে নিয়েছে পুলিশ।ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।