সোমবার রাতে 6 নম্বর ওয়ার্ডের শিববাড়িস্থিত ব্যারিকেড কে বা কারা ভেঙ্গে দেয় । ফলে কনটেইনমেন্ট জোনে থাকা লোকজন থেকে শুরু করে অন্য জায়গার লোকজন পারাপার হচ্ছে ওই কনটেইনমেন্ট জোন দিয়ে। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে ব্যারিকেড ভেঙ্গে পড়ে থাকলেও প্রশাসন থেকে শুরু করে পুর পরিষদের আধিকারিকদের সেখানেে দেখা যায় নি।শিব বাড়িস্থিত এলাকায় ভেঙ্গে পড়ে থাকা কনটেনমেন্ট জোন এলাকার মানুষজন চরম নিরাপত্তাহীনতায়়় ভুগছেন। প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব জ্ঞান নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
নিয়ম অনুযায়ী কনটেইনমেন্ট জোন এলাকায় যেখানে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে সেখানে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের নজরদারি থাকার কথা। কেনই বা সেখানে নিরাপত্তা কর্মীদের নজরদারি ছিল না সেই প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে অনেকেই মন্তব্য করেছেন।