স্টাফ রিপোর্টার, শাম্তিরবাজার, ১৮ মে।। মঙ্গলবার যান দুর্ঘটনায় আহত হলেন ১০ জন যাত্রী। ঘটনা করবুকের নবজয় পাড়ায় । জানা গেছে বালি বোঝাই একটি লরির সাথে যাত্রী বোঝাই কমান্ডার জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে জীপটি রাস্তা থেকে ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। চালকসহ কমপক্ষে ১০ জন আহত হন। এর মধ্যে ৬ জনের আঘাত মারাত্মক বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয় । এদিনের ঘটনায় আহতরা হলেন (১) অলজয় রিয়াং,৪০ (২) সংগীতা রিয়াং, ০৬ (৩) মাগুরী ত্রিপুরা, ২৬ (৪) বীরেন্দ্র চাকমা,৬০ (৫) হিরনমল ত্রিপুরা, ৪৫ (৬) মানিক প্রসাদ ত্রিপুরা, ৪৫ (৭) শম্ভুরানী ত্রিপুরা, ২২ (৮) সুচিত্রা ত্রিপুরা, ১৮ (৯) সঞ্জীব বনিক,৪৮ এবং (১০) সুশঙ্কর ত্রিপুরা, ২৮ । পুলিশ দুর্ঘটনার মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।