স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ মে।। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি ২৫মে, ২০২১ ইং থেকে বাড়িয়ে ৬ জুন পর্যন্ত করা হয়েছে।
এছাড়াও প্রথম থেকে চতুর্থ শ্রেণী, ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর পরবর্তী শ্রেণীতে ছাত্রছাত্রীদের উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাদপ্তর।
পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পাশ ফেল প্রথার ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশিকা থাকায় মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। অন্যদিকে নবম এবং একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্যদের সঙ্গে আলোচনাক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, এই পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীদের পঠনপাঠনে কতটা ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করতে পরিস্থিতি স্বাভাবিক হলে যখন বিদ্যালয় খোলা হবে তখন পরীক্ষায় বসতে হবে ছাত্রছাত্রীদের।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট শ্রেণীর ছাত্রছাত্রীদের পরবর্তী শ্রেণীর নতুন বই বিদ্যালয়ে পৌছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যালয় খুললে তারা সেই বইগুলি পেয়ে যাবে৷