অনলাইন ডেস্ক, ১৮ মে।। জলে ভাসছে অমিতাভ বচ্চনের অফিস ‘জনক’। কমল হাসানের মেয়ে অভিনেত্রী শ্রুতি হাসান জানালেন, তার বাড়ির জানলা ভেঙে পড়ার অবস্থা হয়েছিল সোমবার রাতে। মঙ্গলবার সকাল থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হওয়ার পর এভাবে অনলাইনে নিজেদের অভিজ্ঞতা জানালেন তারকারা।
আরব সাগরে ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে কেরালা, গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো। মুম্বাই শহরে একাধিক তারকার বাড়িঘরের ওপরে হামলা করেছে ‘তকত’। তারা ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। অমিতাভ লেখেন, “ঝড়ের মাঝে একবারে ভুতুড়ে নিস্তব্ধতা তৈরি হয়েছিল।
সারা দিন প্রচণ্ড ঝড়, বৃষ্টি, গাছ পড়ে যাওয়া, চারদিকে জল, জনকে জল ভর্তি হয়ে যাওয়া— ভয়াবহ! আমার কয়েক জন কর্মী ভিজে গিয়েছিলেন। তারা যেখানে আশ্রয় নিয়েছিলেন, সেই ছাদ উড়ে যায়। বৃষ্টিতে ভিজে ভিজে তারা যেভাবে কাজ করেছেন, তা অনবদ্য।
আমার আলমারি থেকে পোশাক দিয়েছি বদলানোর জন্য।”অন্য দিকে শ্রুতি হাসান কয়েকটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। তাকে বলতে শোনা যায়, ‘‘ভয়াবহ ঝড়ের মুখে পড়েছিলাম আমরা কাল। গত বছর যখন একা ছিলাম, তখন এ রকম ঝড় হলে খুব ভয়ে পেয়ে যেতাম।’’ আরও জানান, তার বাড়ির জানলা ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল।