স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ মে।। সোমবার করোনা কারফিউ’র শুরুতে কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানীতে প্রায় পাঁচ শতাধিক লোককে নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা করলো সদর মহকুমা পুলিশ৷ সোমবার সকাল পাঁচটা থেকে আগামী ১০ দিনের জন্য রাজধানীতে পুর নিগম এলাকায় জারি হয়েছে করোনা কারফিউ৷
এই সময়ে কেউ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি ঘর থেকে বের হতে পারবেন না৷ বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে৷ ছোট-বড় সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক৷ সকাল থেকেই করোনা কারফিউ লাগু করতে মাঠে নামেন পশ্চিম জেলা পুলিশ সুপার সহ সদর মহকুমা পুলিশ৷ জাতীয় সড়কে রাজধানী প্রবেশের পথে লাগানো হয় ব্যারিকেড৷
এমনিতেই যানবাহনের চলাচল কম৷ যারাই বিশেষ প্রয়োজনে বের হয়েছেন তাদের বের হওয়ার কারণ নিশ্চিত করে রাস্তায় চলতে হয়েছে৷ পাশাপাশি রাজধানীর মহারাজগঞ্জ বাজার, লেক চৌমুহনী, দুর্গা চৌমুহনী, বটতলা সহ সবকটি বাজারে পুলিশদল অভিযান করে৷
অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশ আধিকারিক মানিক দাস সহ সদর এসডিপিও ওয়াই যাদব৷ বিভিন্ন বাজারগুলিতে কিছু মানুষ সামাজিক দূরত্ব লংঘন করে এবং মাস্ক ছাড়া বের হয়ে বাজারে ভিড় করেছিলেন৷ তাদের প্রত্যেকের কাছ থেকে জরিমানা আদায় করে পুলিশ৷
কয়েকজনকে মাস্ক না পরার জন্য ১ হাজার টাকা পর্যন্ত ফাইন করা হয়েছে এদিন৷ কয়েকজন রিকশাচালক এবং অটো চালককেও কোভিড নিয়ম না মানার জন্য পুলিশ আটক করে আইনত ব্যবস্থা নেয়৷ মহকুমা পুলিশ আধিকারিক জানান কারফিউ বলবৎ করতে এই ধরনের অভিযান জারি থাকবে৷
তিনি আরো বলেন নাগরিকরা এমনিতেই সচেতন থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি ঘর থেকে বের হচ্ছেন না৷ কিন্তু হাতে গোনা কয়েকজন বাইরে বের হয়ে কোভিড নিয়ম লঙ্ঘন করছেন৷
তাদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সোমবার দুপুর পর্যন্ত সদর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পাঁচ শতাধিক লোককে নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা করা হয় বলে জানা গেছে৷