অনলাইন ডেস্ক, ১৮ মে।। অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেনের ব্যাটিং ধরন বিশ্লেষণ করতে গিয়ে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন বলেছেন, ওর ব্যাটিং দেখে মনে হয় সুন্দরীদের আকৃষ্ট করতে চায়।
বছরের শেষে রয়েছে অ্যাশেজ যুদ্ধ। তার আগে এমন কিছু বলে কি মনস্তাত্ত্বিক লড়াই শুরু করলেন অ্যান্ডারসন?
২০১৯ সালের অ্যাশেজে স্টিভেন স্মিথের বদলি নেমে দুর্দান্ত খেলেন লাবুশেন। ওই সিরিজে অবশ্য লাবুশেনকে বল করা হয়নি বিশ্বের অন্যতম সুইং বোলার অ্যান্ডারসনের। ইনজুরির কারণে আগেই তিনি ছিটকে যান।
তবে সম্প্রতি কাউন্টিতে মুখোমুখি লড়াই হয়েছে দুজনের। কয়েক দিন আগে ল্যাঙ্কাশায়ার বনাম গ্ল্যমারগনের ম্যাচ চলছিল। সেই খেলায় অ্যান্ডারসনের আউট সুইং বলে খোঁচা দিয়ে সাজঘরে ফিরে যান লাবুশেন।
সেই আউট হওয়ার প্রসঙ্গ নিয়েই ২৬ বছর বয়সী লাবুশেনকে কটাক্ষ করেছেন অ্যান্ডারসন। বিবিসি পডকাস্টে ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন বলেন, ‘শুরুতেই ব্যাটসম্যানকে আউট করতে পারলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। এর মজাই আলাদা। আর সেটা মার্নাস লাবুশেনের মতো ব্যাটসম্যান হলে তো সোনায় সোহাগা। ’
এরপরেই তিনি যোগ করেন, ‘ও ব্যাটিংয়ের সময় বড্ড বেশি নাচানাচি করে। ওর ব্যাটিং করার ধরন দেখে মনে হয় ও ডান্স ক্লাবের সুন্দরী মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। ব্যাট করার সময় তেমন ভাবেই নাচানাচি করে। লাবুশেনের ব্যাটিংয়ের ধরন অনেকটা তেমনই। ’