অনলাইন ডেস্ক, ১৮ মে।। করোনাভাইরাসকে ‘সামান্য ফ্লু’ বলে রোষের মুখে পড়েছিলেন কঙ্গনা রনৌত, গায়েব হয়ে যায় এ সম্পর্কিত ইনস্টা পোস্ট। এবার অভিনেত্রী দিলেন সুখবর। করোনা রিপোর্ট পজিটিভ আসার দিন দশকের মধ্যেই পুরোপুরি সুস্থ কঙ্গনা। অভিনেত্রীর কভিড রিপোর্ট নেগেটিভ এল মঙ্গলবার। ইনস্টাগ্রামে এই খবর জানানোর পাশাপাশি নিন্দুকদের বিঁধতেও ছাড়েননি তিনি।
বলেন, কেমনভাবে এই মারণভাইরাসের সঙ্গে লড়াই করতে হয় সেই সংক্রান্ত অজস্র টিপস রয়েছে তার কাছে। কিন্তু অনুসারীদের সঙ্গে সেগুলো ভাগ করে নিতে পারবেন না। কঙ্গনা লেখেন, “সবাইকে নমস্কার… আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি অনেক কিছু বলতে চাই যে, কীভাবে এই ভাইরাসের বিরুদ্ধে আমি জয়ী হলাম কিন্তু আমাকে বলা হয়েছে কভিড ফ্যান ক্লাবদের কষ্ট না দিতে… হ্যাঁ, এমন অনেক মানুষজন রয়েছেন তারা চট করে রেগে যান যদি আপনি ভাইরাসের প্রতি সম্মান না দেখান… যাই হোক সকলকে ধন্যবাদ শুভকামনা এবং প্রার্থনার জন্য।”কভিড ফ্যান ক্লাব বলতে কঙ্গনা মূলত ইনস্টাগ্রামকেই বিদ্রূপ করেছে।
৮ মে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন কঙ্গনা। কিন্তু তার সেই ঘোষণা ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। কারণ কভিডকে সাধারণ জ্বর-সর্দি বলে উল্লেখ করেছিলেন। কঙ্গনার সেই পোস্ট ইনস্টাগ্রামের বিধি লঙ্ঘন করায় মুছেও দেয় কর্তৃপক্ষ।এর আগে পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির হারের পর একের পর এক উসকানিমূলক পোস্ট দিয়ে টুইটার থেকে স্থায়ীভাবে বহিষ্কার হন কঙ্গনা।