অনলাইন ডেস্ক, ১৮ মে।। জনপ্রিয় ‘থ্রি হান্ড্রেড’ সিনেমার তৃতীয় কিস্তির জন্য অপেক্ষায় আছেন ভক্তরা। সেই ছবির কোনো সম্ভাবনা আপাতত দেখা না গেলেও দারুণ একটি প্লট রয়েছে নির্মাতা জ্যাক স্নাইডারের কাছে। সিরিজের প্রথম ছবি ‘থ্রি হান্ড্রেড’ পরিচালনা করেন জ্যাক। দ্বিতীয় কিস্তি ‘থ্রি হান্ড্রেড: রাইজ অব অ্যান এম্পায়ার’ পরিচালনা না করলেও চিত্রনাট্য লেখেন তিনি।
স্ল্যাশ ফিল্ম এক প্রতিবেদনে জানায়, আলেকজান্ডার দ্য গ্রেট ও তার জেনারেল হেফেসেশনের প্রেম নিয়ে তৃতীয় কিস্তির গল্প তৈরি করেছেন জ্যাক। কিন্তু তার ভাবনা পছন্দ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস। অবশ্য নির্মাতার মতে, তাকেই পছন্দ করে না প্রযোজকেরা। ফ্রাঙ্ক মিলারের গ্রাফিকস উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল ‘থ্রি হান্ড্রেড’।
বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি স্লো-মোশন অ্যাকশনে জ্যাক স্নাইডার পান খ্যাতি। সিক্যুয়াল ততটা প্রশংসিত না হলেও করোনাকালে তৃতীয় কিস্তির কথা ভাবেন তিনি। দ্য প্লেলিস্টের এক পডকাস্টে সম্প্রতি এ কথা জানান ‘জাস্টিস লিগ’ নির্মাতা। আলেকজান্ডার ও হেফেসেশনের সম্পর্ক নিয়ে বিতর্ক রয়েছে। অনেক পণ্ডিত মনে করেন তারা ভালো বন্ধু ছিলেন, পরস্পরকে ভাইয়ের মতো দেখতেন।
কিন্তু কেউ কেউ সমকামের দিকে ইঙ্গিত দেন। সিনেমায়ও তেমন গল্প এসেছে। যেমন ২০০৪ সালে মুক্তি পাওয়া অলিভার স্টোনের ‘আলেকজান্ডার’-এ নাম ভূমিকায় ছিলেন কলিন ফ্যারেল ও হেফেসেশন হন জ্যারড লেটো। এ দিকে জ্যাক স্নাইডারের সর্বশেষ সিনেমা ‘আর্মি অব দ্য ডেড’ প্রদর্শিত হচ্ছে নেটফ্লিক্সে। এখন নতুন গল্পটি এই প্ল্যাটফর্ম কিনে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।