স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ মে।। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তিন নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের নিকটে বসবাসকারী দরিদ্র পরিবারদের হাতে চাল, ডাল, সাবান, স্যানিটাইজার সহ আরো বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়৷
বিএসএফ দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত অঞ্চলে বসবাসকারী নাগরিকদের চিকিৎসা পরিষেবা, সীমান্তে অবস্থিত স্কুলগুলোতে শিক্ষার্থীদের সহায়তা করা সহ বিভিন্ন সামাজিক কাজ করছে৷ বর্তমানে কোভিডের যে দ্বিতীয় ওয়েব চলছে তাতেও তারা জনগণের সেবায় এগিয়ে এসেছে৷
সোমবার বিলাসছড়ার এক সীমান্ত গ্রাম কাঁঠালবাড়ি জুনিয়র বেসিক সুকলে এক অনুষ্ঠানের আয়োজন করে৷ উপস্থিত ছিলেন বিএসএফ’র তৃতীয় বাহিনীর কমান্ডেন্ট জি আর সিং৷
ডেপুটি কমান্ডেন্ট অশোক কুমার ও অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অনুপম কুমার৷ অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বিধি মেনে সবাইকে বসানো হয়৷ কোভিড রোগ থেকে কীভাবে দূরে থাকা সম্ভব যে বিষয়ে গ্রামবাসীদের সচেতন করা হয়৷
এরপর দেড়শত পরিবারের অধিক দারিদ্র গ্রামবাসীকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়৷ সাথে মাস্ক, স্যানিটাইজারও দেওয়া হয়৷ প্রধান অতিথি তথা কমান্ডেন্ট জি আর সিং তার ভাষণে বলেন, বিএসএফ শুধু সীমান্ত প্রহরার কাজেই নিয়োজিত থাকে না৷
সীমান্ত সংলগ্ণ এলাকার মানুষের ও সীমান্ত এলাকায় থাকা স্কুলগুলোর জন্য কাজ করে৷ তিনি বলেন বর্তমান কোভিডের সময়েও কাজ করে যাচ্ছে৷ আগামী দিনেও করে যাবে৷ তিনটি গ্রামের দেড়শো শতাধিক লোক ছিল৷