শরিরের ভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃত ব্যক্তির স্ত্রী ও তার ৩ সন্তান রয়েছে । তার স্ত্রীর অভিযোগ তিপরা মথা দলের লোক রানা মোহোন ত্রিপুরাকে হত্যা করেছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় ছামনু থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । খবর পেয়ে যান বিজেপির এমডিসি হাংসা কুমার ত্রিপুরা । এই ঘটনার তীব্র নিন্দা জানান। হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়।
জানা গেছে মৃত ব্যক্তি বিজেপি-র একজন সক্রিয় কর্মী ছিলেন। গত বারের ভিলেজ কমিটির সদস্য ছিলেন রানা মোহোন ত্রিপুরা। বিজেপি-র বুথ কমিটির সদস্যের পাশাপাশি পৃষ্ঠা প্রমুখের দায়িত্ব সামলাতেন। আর বিজেপি করার অপরাধে তাকে হত্যা করা হয়েছে।
রাজ্য জুড়ে তিপ্রা মথার কর্মীরা প্রকাশ্যে হুজুত্তি চালাচ্ছে। তার প্রতিফলন ঘটল ছামনু আর ডি ব্লকের চালতা ছড়া দেবেন্দ্র রোয়াজা পাড়ায়। গোটা বিষয়ে প্রদেশ নেতৃত্বকে অবগত করা হয়েছে। পরিবারের পাশে বিজেপি দল রয়েছে। অশান্তির বিরুদ্ধে বিজেপি দল লড়াই করবে বলে জানান বিজেপির এমডিসি হাংসা কুমার ত্রিপুরা। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।