অনলাইন ডেস্ক, ১৮ মে।। ফিলিস্তিনের গাজায় চলমান হত্যাযজ্ঞের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি যুদ্ধবিরতির ‘পক্ষে’ বলে জানিয়েছেন।
সোমবার বিকেলে দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয় বলে হোয়াইট হাউস থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, জেরুজালেমে শান্তি ফিরিয়ে আনতে আন্তঃসম্প্রদায় সহিংসতা মোকাবিলার ইসরায়েলি প্রচেষ্টাকে স্বাগত জানান বাইডেন।
একই সঙ্গে নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা চালাতে ইসরায়েলকে উৎসাহ দেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বিচার রকেট হামলা থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থনের বিষয়টি ফোনালাপে পুনর্ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
এদিকে মার্কিন নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর বলেছেন, যুদ্ধবিরতিতে প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থন বিলম্বিত হওয়ায় ‘গাজায় শিশুরা খুন হচ্ছে এবং সেখানে প্রাণহানি হচ্ছে। ’
প্রসঙ্গত, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিবারই বৈঠক শেষে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিতে বাধা দেয় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।
গাজায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞে এখন পর্যন্ত ২১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১ জন শিশু। আহত হয়েছে দেড় হাজারের মতো ফিলিস্তিনি।