স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৭ মে।। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর রিয়াং শরণার্থী শিবির থেকে আরও ৯৩টি পরিবারকে ধলাই জেলার আমবাসার হাদুকলাও পাড়ায় পুনর্বাসন দেওয়া হয়েছে৷ ৪টি বাসে করে তাদেরকে কাঞ্চনপুরের তিনটি রিয়াং শরণার্থী শিবির থেকে আমবাসার হাদুকলাও পাড়ায় নির্ধারিত স্থানে নিয়ে আসা হয়৷
সোমবার সকালেই তাদেরকে কাঞ্চনপুর থেকে আমবাসার উদ্দেশ্যে রওয়ানা করানো হয়৷ কাঞ্চনপুরের নাইসিংপাড়া, হাজাছড়া ও আশাপাড়া ক্যাম্প থেকে শরণার্থী পরিবারগুলিকে আমবাসার হাদুকলাও পাড়ায় পুনর্বাসন দেওয়া হয়৷
এর আগেও ২০৭টি পরিবারকে আমবাসার হাদুকলাও পাড়ায় পুনর্বাসন দেওয়া হয়৷ মোট ৩০০ পরিবারকে হাদুকলাও পাড়ায় পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়৷ ইতিমধ্যেই ৩০০ পরিবারকে নির্ধারিত স্থানে পুনর্বাসন দেওয়া হয়েছে৷
বর্তমানে এসব পরিবার হাদুকলাও পাড়ায় ঘরবাড়ি তৈরির কাজে ব্যস্ত৷ উল্লেখ্য, মিজোরামে হিংসার বলি হয়ে রিয়াং জনগোষ্ঠীর লোকজন ত্রিপুরার উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় আশ্রয় নিয়েছিল৷