স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৮ মে।। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের গোকুলনগর এসিডি ভিলেজে রেগা প্রকল্পে স্থায়ী সম্পদ তৈরীর লক্ষ্যে পুকুর খননের কাজ শুরু হয়েছে। কাজের শুরুতেই ব্যাপক দুর্নীতির অভিযোগ মিলেছে। এম জি এন রেগা প্রকল্পে কাজের মাধ্যমে জনৈক বেনিফিসারীর জায়গায় ত্রিশ মিটার প্রস্থ এবং পঞ্চাশ মিটার লম্বা বিশিষ্ট একটি পুকুর খননের কাজ হচ্ছে। আর পুকুর খননের কাজের শুরুতেই দুর্নীতি শুরু হয়েছে।
ঘটনা মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে দক্ষিণ গকুলনগর এডিসি ভিলেজের শর্মা ক্যাম্প এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় শর্মা ক্যাম্প এলাকার বাসিন্দা দয়াতী মলসুমের নামে একটি পুকুর বরাদ্দ হয় এমজিএন রেগা প্রকল্পে। জানা যায়,এই পুকুর খননের ক্ষেত্রে আঠারশ মেন্ডিসের উপর কাজ হবে। বিগত অর্থ বর্ষের শেষের দিকে কাজ বের হলেও এটি স্কিল ওভার করে চলতি অর্থবর্ষে কাজটি শুরু হয়। এই কাজের আই-ও হলেন জিআরএস অরুন দেববর্মা।
কাজের শুরুতেই ঘোটালার গন্ধ মিলেছে। ওই কাজের বিবরণ দিয়ে পঞ্চায়েত সচিব আলমগীর আহমেদ জানায়, বর্তমানে দুইশ চব্বিশ মেন্ডিসের কাজ হয়। যা বাস্তবে বিশ্বাস যোগ্য নয় ।বরাদ্ধ কৃত অর্থ থেকে ৪৩, ৪৬০ টাকা ব্যাংক থেকে তুলে নেয়। অথচ বেনিফিসারী জানে না।বিগত সরকারের আমলে বাম মার্গীয় একাংশ কর্মচারীদের দ্বারা উন্নয়নের কাজে যে যেভাবে দুর্নীতি হয়েছে ঠিক সেই কৌশলেই বর্তমান আমলেও দুর্নীতির আশ্রয় নেয়া হচ্ছে। রাজ্যের উপজাতি অংশের মানুষের কল্যাণে রেখা প্রকল্পে স্থায়ী সম্পদ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে একাংশের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বদান্যতায় সেই প্রচেষ্টা কার্যত মার খাচ্ছে।