স্টাফ রিপোর্টার, কমলপুর, ১৭ মে।। ধলাই জেলার কমলপুরের হালহালীতে পারিবারিক কলহের জেরে সোমবার দুপুর নাগাদ বিষপানে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। মৃত গৃহবধূর নাম সুপ্রিয়া দেবনাথ (৩৫)। স্বামী অজিত দেবনাথ। এই ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দেড়টা নাগাদ কমলপুর থানার অন্তর্গত পশ্চিম হালহালি গ্রামে। ঘটনার বিবরণে জানা যায় ,পশ্চিম হালাহালি গ্রামের বাসিন্দা অজিত দেবনাথ আট বছর আগে সুপ্রিয়া দেবনাথকে সামাজিক ভাবে বিয়ে করেন।
এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। সামান্য বিষয় নিয়েও ঝগড়া হতো এবং ঝগড়া মারাত্মক আকার ধারণ করতে শুরু করে। সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সুপ্রিয়া দেবনাথ রেগার কাজ সেরে বাড়িতে যায়। বাড়িতে স্বামী অজিত দেবনাথ সুপ্রিয়া দেবনাথকে গালমন্দ করতে থাকে। এরপর শুরু হয় ঝগড়া। এই ঝগড়ার জেরে সুপ্রিয়া ঘরে থাকা কৃষি কাজে ব্যবহৃত কীটনাশক ওষুধ খেয়ে ফেলে। চিৎকার- চেঁচামেচিতে লোকজন বেরিয়ে এসে প্রথমে নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
তার অবস্থা খারাপ দেখে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে রেফার করে দেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় কমলপুর সহ পশ্চিম হালাহালি এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। কমলপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।