স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৭ মে।। কমলাসাগর বিধানসভা এলাকার রাধানগর পঞ্চায়েতে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। দুদিন অতিক্রান্ত হয়ে গেলেও বিদ্যুৎ নিগমের হেলদোল নেই। তাতে ক্ষোভে ফুঁসছেন ভোক্তারা। দুদিন অতিক্রান্ত হয়ে গেলেও বিদ্যুতের দেখা পায়নি কমলাসাগর বিধানসভার রাধানগর পঞ্চায়েতের জনগণ। তাতে চরম ক্ষোভ প্রকাশ করলেন মধুপুর বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজার ভূপেন্দ্র ভৌমিকেৱ বিরুদ্ধে। জানা যায় , রবিবার সকাল বেলা আচমকা কালবৈশাখীর ঝড়ে রাধানগর পঞ্চায়েত এলাকার বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রাস্তার মধ্যে।
ঘটনার সঙ্গে সঙ্গেই এলাকার পক্ষ থেকে মধুপুর বিদ্যুৎ নিগমের অফিসে অভিযোগ জানানোর পরেও কোন ধরনের তৎপরতা দেখা যায়নি বিদ্যুৎ কর্মীদের। বর্তমানে ওই এলাকার পাঁচ থেকে সাত হাজার পরিবার বিদ্যুৎ না থাকার পরিপ্রেক্ষিতে পানীয় জল থেকে আরম্ভ করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদিকে অভিযোগ মধুপুর বিদ্যুৎ অফিসে বর্তমান সিনিয়র ম্যানেজার ভূপেন্দ্র ভৌমিক আসার পর থেকেই বিদ্যুতের ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারন জনগনকে। তিনি সাধারণ জনগণের সাথে সর্বদাই খারাপ আচরণ করে যাচ্ছেন বলে অভিযোগ ।
শুধু তাই নয়, অফিসে ফোন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গত দুইদিন যাবত বিদ্যুৎবিহীন। যার পরিপ্রেক্ষিতে ডাক্তার নার্স এবং রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অতি দ্রুত রাধানগর এবং মধুপুৱ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুতের লাইন সারাই করে অতি দ্রুত বিদ্যুত পরিষেবা চালু করার দাবি উঠছে। অবিলম্বে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার ব্যবস্থা করা না হলে এলাকাবাসী আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।