অনলাইন ডেস্ক, ১৭ মে।। দীর্ঘ সময় ধরে কাজ করার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে বলে নতুন একটি গবেষণায় জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র উদ্যোগে এই প্রথম এমন গবেষণা হল পৃথিবীতে। ডব্লিউএইচওর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কর্মঘণ্টার কারণে ২০১৬ সালে স্ট্রোক এবং হার্টের রোগে ৭ লাখ ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ দীর্ঘ কর্মঘণ্টায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিস্থিতি করোনার কারণে আরও বেশি খারাপ হয়ে থাকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক শ্রম সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, দীর্ঘ কর্মঘণ্টার কারণে ক্ষতিগ্রস্ত ৭২ শতাংশই পুরুষ এবং তারা মধ্যবয়সী অথবা আরও বয়স্ক। অনেক সময় তাৎক্ষণিক সময়ের চেয়ে এই মৃত্যু ঘটে অনেক পরে, হয়তো কয়েক দশক পরে।
এই গবেষণায় ১৯৪ টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সামগ্রিক ফলাফলে দেখা গেছে, সপ্তাহে ৩৫ থেকে ৪০ কর্মঘণ্টার চেয়ে ৫৫ বা তার বেশি কর্মঘণ্টার ফলে স্ট্রোকের ঝুঁকি ৩৫ শতাংশ ও হৃদ্রোগের ঝুঁকি ১৭ শতাংশ বৃদ্ধি পায়। এই গবেষণায় ২০০০ সালে থেকে ২০১৬ সাল পর্যন্ত সময় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মহামারির বছর এতে যুক্ত করা হয়নি। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের কারণে বাসায় বসে কাজ করা এবং বৈশ্বিকভাবে অর্থনীতির গতি ধীর হয়ে যাওয়ার ফলে এই ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, ২০০০ সালের পরের ১৬ বছরে মৃত্যুহার ২৯ শতাংশ বেড়েছে।