অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত সিনেমাটি উত্তর আমেরিকায় মাত্র ২৮ লাখ ডলার আয় করেছে

অনলাইন ডেস্ক, ১৭ মে।। অ্যাকশন থ্রিলার ‘দোজ হু উইশ মি ডেড’ ট্রেলারে ব্যাপক প্রশংসা পেলেও বক্স অফিসে ততটা সাড়া জাগাতে পারেনি। শুরুর তিন দিনে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত সিনেমাটি উত্তর আমেরিকায় মাত্র ২৮ লাখ ডলার আয় করেছে।

প্রেক্ষাগৃহের পাশাপাশি ওয়ার্নার ব্রসের সাম্প্রতিক ছবিগুলোর মতো একই দিনে স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে মুক্তি পেয়েছে ‘দোজ হু উইশ মি ডেড’। দ্বৈত রিলিজ সত্ত্বেও ‘গডজিলা ভার্সেস কং’ ও ‘মর্টাল কমব্যাট’-এর মতো ছবিগুলো সফল হয়েছে।

L
বিশ্লেষকেরা বলছেন, মহামারি পরিস্থিতিতে পারিবারিক ও সিজিআই নির্ভর ছবিগুলো দর্শকদের হলে টানছে। এর মাঝে জোলির থ্রিলার ধাঁচের ছবিটির কাহিনি দর্শক অনুকূলে ছিল না, করোনাকালে এ ধরনের ছবি খানিকটা পিছিয়ে পড়েছে। তবে ছবির নির্মাণ নিয়ে সমালোচকেরাও খুব একটা সন্তুষ্ট নন।

সব মিলিয়ে আপাতত ‘দোজ হু উইশ মি ডেড’-এর বিশ্বব্যাপী আয় ৭১ লাখ ডলারের কিছু বেশি। একই নামের মাইকেল করিটার উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন টেইলর শেরিডান। যেখানে বাবাকে খুন হতে দেখা এক কিশোরী বাঁচাতে লড়াই করে যান জোলি।

একই দিন মুক্তি পেয়েছে ‘স্পাইরাল’। বিশ্বব্যাপী ১ কোটি ২০ লাখ ডলার আয় করে সিনেমাটি রয়েছে বক্স অফিসের এক নম্বর অবস্থানে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?