স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৭ মে।। পুত্রের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সৎ মা। ঘটনা বিশালগড় ব্রজপুর এলাকায়। জানা যায় টাকা পয়সা নিয়ে এই ঘটনার সূত্রপাত। স্বপ্না চক্রবর্তীর স্বামী প্রদীপ চক্রবর্তীর প্রয়াত হয় দশ মাস আগে এবং তখন থেকেই সৎ মা সপ্না ও ছেলে জয়দীপ এর মধ্যে ঝামেলা চলছে।
স্বপ্না চক্রবর্তী আরো অভিযোগ করেন যে প্রতিনিয়তই মানসিকভাবে তার ওপর নির্যাতন করছে ছেলে জয়দীপ। গতকাল রাতে স্বপ্না চক্রবর্তীকে সৎ ছেলে জয়দীপ চক্রবর্তী প্রচণ্ড মারধোর করে। আজ সকালে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসে স্বপ্না চক্রবর্তী জানা যায় তার মাথায় সহ শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এই ব্যাপারে জয়দীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করবে বলে সংবাদমাধ্যমকে জানান আক্রান্ত সৎ মা স্বপ্না চক্রবর্তী।