অনলাইন ডেস্ক, ১৭ মে।। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে মুখ খুলেছেন দেশটির ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগী থুজার উইন্ট লুইন। রবিবার এক বার্তায় কয়েকশ’ অভ্যুত্থানবিরোধী নিহতের ঘটনায় ক্ষমতাসীনদের দিকে অভিযোগের কামান দাগেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হোটেল অবস্থান করছেন থুজার। সেখানে অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব।
প্রতিযোগিতার জন্য নির্মিত ভিডিও বার্তায় থুজার বলেন, প্রতিদিন সেনাবাহিনীর হাতে আমাদের জনগণ নিহত ও আক্রান্ত হচ্ছে।
“আমি সবাইকে মিয়ানমার সম্পর্কে কথা বলার আহ্বান জানাই। অভ্যুত্থানের পর থেকে মিস ইউনিভার্স মিয়ানমার হিসেবে আমি যতটা পারি বলছি”, বলেন তিনি।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলেও বার্তা সংস্থা রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি সামরিক জান্তার মুখপাত্র।
গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত অং সান সু কি সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সু কি-সহ শীর্ষস্থানীয় রাজনীতিবিদকে কারারুদ্ধ করা হয়।
এ ঘটনায় দেশটিতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এতে থুজার উইন্ট লুইনসহ কয়েক ডজন সেলিব্রিটি, অভিনেতা, সোশ্যাল মিডিয়া ও খেলার জগতের ব্যক্তিত্বরা শামিল হন। এর আগেও সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে এসেছে প্রতিবাদ।
মিয়ানমারে গত কয়েক মাসে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৭৯০ জন নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে পাঁচ হাজারের বেশি। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সেলিব্রিটি রয়েছেন।
থুজার উইন্ট লুইন মিস ইউনিভার্সের প্রতিযোগিতার শেষ পর্বে জায়গা করে নিতে পারেননি। তবে উত্তর-পশ্চিম মিয়ানমারের নৃতাত্ত্বিক পোশাক নির্বাচন করে করে সেরা জাতীয় পোশাকের জন্য পুরষ্কার জেতেন।
ওই অঞ্চলে বর্তমানে লড়ছে জান্তা বিরোধী মিলিশিয়া যোদ্ধারা। জাতীয় পোশাকে সজ্জিত থুজার মঞ্চে একটি প্লেকার্ড বহন করেন, যেখানে লেখা ছিল ‘মিয়ারমারের জন্য প্রার্থনা’।