অনলাইন ডেস্ক, ১৭ মে।। এক কর্মীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ার পর মাইক্রোসফটের পরিচালক পদ থেকে সরে দাঁড়ান বিল গেটস। মাইক্রোসফট থেকে বিষয়টি তদন্ত করার জন্য একটি আইনি প্রতিষ্ঠান ভাড়া করার পর গেটস পদত্যাগ করেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
নিজস্ব সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ওই নারী কর্মী একটি চিঠিতে অভিযোগ করে জানান গেটসের সঙ্গে তার কয়েক বছর ধরে শারীরিক সম্পর্ক হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ‘তদন্তের সময় গেটসের পদে থাকার বিষয়টি নিয়ে আপত্তি জানান কয়েকজন বোর্ড সদস্য। পরে তদন্ত চলাকালীন তিনি পদত্যাগ করেন। ’ জার্নালের প্রতিবেদনে ওই নারীকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় করানো হয়েছে।
মাইক্রোসফটের একজন কর্মী সিএনএনকে জানিয়েছেন, ‘২০১৯ সালে একটি চিঠির মাধ্যমে মাইক্রোসফটের কর্মীর সঙ্গে গেটসের সম্পর্কের বিষয়টি জানা যায়। ২০০০ সালের দিকে তাদের সম্পর্ক ছিল। ’
এর আগে নিউইয়র্ক পোস্ট, ডেইলি মেইলের খবরে বলা হয়, সদ্য সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের সঙ্গে বিশেষ চুক্তি করে পুরোনো প্রেমিকার সঙ্গে প্রতি বছর সৈকতে দীর্ঘ সময় কাটাতেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা।
৬৫ বছর বয়সী গেটসের চেয়ে সেই বান্ধবী পাঁচ বছরের বড়। নাম অ্যান উইনব্ল্যাড। মেলিন্ডাকে গেটস যে বছর বিয়ে করেন, সেই ১৯৯৪ সালে অ্যানের সঙ্গে তার ব্রেকআপ হয়।
বিল গেটস এই চুক্তির কথা টাইম ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে স্বীকার করলেও মাইক্রোসফটের কর্মীর বিষয়ে কখনো মুখ খোলেননি।