অনলাইন ডেস্ক, ১৭ মে।। কাজের সময় এবং কাজের চাপ দুটোই বেড়ে যাওয়ার ফলে লম্বা সময় ধরে ল্যাপটপ বা ডেস্কটপের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এর ফলে হচ্ছে চোখের ক্ষতি।
তাই কাজের মাঝেই চোখ দুটোকে দিতে হবে বিশ্রাম। সে ক্ষেত্রে বেশি সময় লাগবে না আবার আপনি সারাদিন থাকবেন সতেজ।
১. দুই চোখ বন্ধ করে ধীরে ধীরে চারপাশে ঘোরাতে থাকুন। প্রতিদিন তিন থেকে চারবার এই ব্যায়াম করুন।
২. মাথা সোজা রেখে চোখের মণি ডান দিকে এবং ওপরে ঘোরান। এবার চোখ বন্ধ করুন।
আবার বাম দিকে এবং নিচে চোখ ঘুরিয়ে চোখ বন্ধ করে রাখুন। এবার উল্টোদিকে একইভাবে এই প্রক্রিয়াটি করুন। অনেকটা আরাম লাগবে।
৩. শরীরের অন্য অঙ্গ-প্রতঙ্গের মতো চোখকে দিতে হবে পর্যাপ্ত বিশ্রাম।
কাজের ফাঁকে অন্তত ১৫ মিনিটের ব্রেক নিয়ম করে নিন।
৪. প্রতি ২০ মিনিট পরে কম্পিউটার থেকে বিরতি নিয়ে ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরে তাকিয়ে থাকুন। সেই বস্তুর দিকে স্থিরভাবে আপনাকে তাকিয়ে থাকতে হবে।
৫. টানা কয়েক ঘণ্টা কাজের পরে কাজ থেকে বিরতি নিয়ে চোখে জলের ঝাপটা দিন। আবার চাইলে একটা কাপড়ে বরফের টুকরো জড়িয়ে নিয়ে তা দুই চোখের উপর আস্তে আস্তে ঘষুন। এতে চোখের ক্লান্তি অনেকটা দূর হবে।