ভ্যাকসিন নিয়ে তেলিয়ামুড়া হাসপাতালে হুলুস্থুল, পরিস্থিতি সামালাতে পুলিশ কালঘাম ঝাড়ল

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৭ মে।। করোনা ভ্যাকসিন নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নির্দেশিকা জারি করায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সোমবার করোনার দ্বিতীয় ভ্যাকসিন নিতে এসে জনগণ চরম বিপাকে।  ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল সাতটা থেকে সাধারন জনগণ করোনার দ্বিতীয় ভ্যাকসিন নিতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভিড় জমায়।

হাসপাতাল চত্বরে করোনার ভ্যাকসিন নিতে আসা জনগণের ভিড় দেখে স্বভাবতই মনে হচ্ছে যেন রাজ্য থেকে করুণা উধাও। সচেতনশীল মানুষজন করোণা নিয়ে অসচেতনতার ভূমিকায় অবতীর্ণ করোনার ভ্যাকসিন নিতে গিয়ে।বিন্দুমাত্র সামাজিক দূরত্ব নেই হাসপাতাল চত্বরে।  করোনার ভ্যাকসিন নেওয়ার নীতি নির্দেশিকা বদল হওয়াই আমজনতার মধ্যে দেখা গেল ক্ষোভ। তাদের বক্তব্য,সাধারন জনগন সকাল সাতটা থেকে করোনার দ্বিতীয় ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়িয়ে থাকলেও  বেলা প্রায় বারোটা নাগাদ হাসপাতালে থেকে জানানো হয় করোনার দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার নিয়ম নির্দেশিকা বদল হয়েছে।

আগে যেমন প্রথম ভ্যাকসিন নেওয়ার  ৪২ দিন অন্তর দ্বিতীয় ভেকসিন প্রদান করা হতো সেই নিয়ম নির্দেশিকা বদলে এখন ৪২ দিনের বদলে  ৮৪ দিন করা হয়েছে। যার ফলে হাসপাতাল চত্বরে দেখা দেয় ক্ষোভ বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে তেলিয়ামুড়া থানার পুলিশকে ঘটনাস্থলে ছুটে যেতে হয়। সাধারণ জনগণের বক্তব্য, তেলিয়ামুড়া থানার জনৈক পুলিশ অফিসার নাকি করোনার ভ্যাকসিন নিতে আসা জনগণ দের সাথে দুর্ব্যবহার করে। যার ফলে ভ্যাকসিন নিতে আসা সাধারণ জনগণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?