পাকিস্তান ক্রিকেট বোর্ড ও জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট নিয়ে নানা সমালোচনা করেছেন মোহাম্মদ আমির

অনলাইন ডেস্ক, ১৭ মে।। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট নিয়ে নানা সমালোচনা করেছেন মোহাম্মদ আমির। এক সাক্ষাৎকারে দাবি করেন, প্রাপ্য সম্মান না পাওয়ায় তিনি অল্প বয়সেই অবসরের সিদ্ধান্ত নেন। তবে আমিরের এই কথার বিপক্ষে অবস্থান নিলেন দেশটির সাবেক স্পিনার দানিশ কানেরিয়া। নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়া বলেছেন, স্পট ফিক্সিংয়ের পরও আমিরকে জাতীয় দলে ফেরাতে সদয় ছিল পিসিবি।

আমির পিসিবিকে ব্ল্যাক মেইল করছেন বলেও অভিযোগ করেন কানেরিয়া। কানেরিয়ার দাবি, যে ভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আমিরের পাশে ছিল সেভাবে তারা কোনো ক্রিকেটাররে পাশে থাকেননি। বোর্ড ও টিম ম্যানেজমেন্টের ওপর নানা অভিযোগ এনে আমির বলেছিলেন, তিনি পাকিস্তান ছেড়ে বিদেশে থাকবেন। অন্য দেশের নাগরিকত্ব নেবেন এবং পরে সম্ভব হলে আইপিএলে খেলবেন। এরপর পাকিস্তানের মিডিয়াও আমিরের পাশে দাঁড়ান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে থাকে। এ অবস্থায় কানেরিয়া পাকিস্তানের মিডিয়াকেও এক হাত নিয়েছেন।

কানেরিয়া বলেন, ‘আমির একজন এমন ক্রিকেটার যিনি স্পট ফিক্সিং করেছেন, জেলে গেছেন। এমনকি রিহ্যাবেও গেছেন। সেই সময় আমির ক্রিকেটে নির্বাসিত ছিলেন। পরে তাকে ইংল্যান্ডেও ঢুকতে দেওয়ার ক্ষেত্র ব্যান করা হয়েছিল। এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড আমিরের পাশে দাঁড়ায়। নির্বাসন কেটে যাওয়ার পরে আমিরকে ফের দলে নেওয়া হয়। যেই সময় আমিরকে দল ফেরানো হচ্ছে, সেই সময় বেশ কিছু ভালো বোলার পাকিস্তানের হয়ে বল করছিলেন, তাদের অনেককে বসিয়ে সেই সময় পাক বোর্ড আমিরকে সুযোগ দিয়েছিল।’ ‘এখন যখন আমিরের পারফরমেন্স জিরো, তখন আমিরকে কেন দলে রাখা হবে। যদিও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেছিল কিন্তু তারপরে দেড় বছর খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি আমির।

এরপর তিনি যখন বুঝেছেন তাকে আর দলে রাখা হবে না, তখন তিনি বোর্ডকে ব্ল্যাকমেল করছেন। বলছেন তিনি অন্য দেশে চলে যাবেন, আইপিএল খেলবেন। এর মানে আমির নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে কী দৃষ্টান্ত তৈরি করছেন।’ কানেরিয়া এরপর বলেন, ‘এটাই যদি আমি করতাম তাহলে আমাকে দেশদ্রোহী বলা হতো। কিন্তু আমির করছে বলে কোনো সাংবাদিক বন্ধু এর প্রতিবাদ করছেন না।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?