মিস মেক্সিকো আন্দ্রেয়া মেজা মিস ইউনিভার্স খেতাব জিতেছেন

অনলাইন ডেস্ক, ১৭ মে।। মিস মেক্সিকো আন্দ্রেয়া মেজা মিস ইউনিভার্স খেতাব জিতেছেন। হলিউডে রবিবার রাতে পুরস্কারটি জেতেন তিনি।করোনাভাইরাসের কারণে ২০২০ সালের পর্ব স্থগিত হওয়ার পর এবছর আবার টেলিভিশনে ফেরে মিস ইউনিভার্স।

টেলিভিশন ব্যক্তিত্ব অলিভিয়া কুলপো এবং মার্কিন অভিনেতা মারিও লোপেজের উপস্থাপনায় ফাইনাল রাউন্ডে ২৬ বছর বয়সী মেজা ব্রাজিলিয়ান এবং পেরুভিয়ান প্রতিযোগীদের পেছনে ফেলেন।

মডেলিং-এর পাশাপাশি আন্দ্রেয়া একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি লিঙ্গবৈষম্য এবং লিঙ্গ সহিংসতা সম্পর্কে বেশ সোচ্চার। এমনকি প্রতিযোগিতার সময় তিনি কিছু কঠোর বক্তব্য রেখেছিলেন সেসব নিয়ে।

তার দুই ছোট বোন রয়েছে। তারা চীনা বংশোদ্ভূত। ২০১৭ সালে অটোনোমাস ইউনিভার্সিটি অব চিহুয়াহুয়া থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন করেন তিনি।

প্রতিযোগিতার ৬৯তম আসরে মেজা পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৭৩ জন প্রতিযোগীকে হারিয়ে খেতাবটি জিতলেন।

আন্দ্রেয়া মেজার আগে মিস ইউনিভার্স ছিলেন জোজিবিনি তুনঝি। খেতাব জয়ের পর মেজা নিজের ইনস্টাগ্রাম পোস্টে মেক্সিকান ভাষায় লিখেছেন, ‘মেক্%

You May Also Like

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?