অনলাইন ডেস্ক, ১৭ মে।। কোহলি সেরা নাকি অন্য কেউ? এই প্রশ্ন ঘিরে কথার লড়াইয়ে মেতেছেন পাকিস্তানের সালমান বাট এবং ইংল্যান্ডের মাইকেল ভন।
বিতর্কের সূত্রপাত ভনের একটি বক্তব্যে। তিনি বলেছিলেন কোহলির থেকে অনেক ভাল ব্যাটসম্যান উইলিয়ামসন। তবে কোহলিকে ভাল বললে বেশি লাইক পাওয়া যায়, সে জন্যই তাকে ভালো বলা হয় বলে দাবি ইংল্যান্ডের সাবেক অধিনায়কের।
এটি শুনে সালমান বাট বলেন, ভনের একদিনের ক্রিকেটে কোনো শতরান নেই, তাই তার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই।
বাটের বক্তব্যের উত্তরে টুইট করেন ভন। তিনি লেখেন, ‘বাট আমার নামে কী বলেছে দেখেছি। সেটা ঠিক আছে। ওর মতামত ও দিয়েছে। তবে আমি খুশি হতাম যদি ২০১০ সালে ম্যাচ গড়াপেটা করার সময় এতটাই পরিষ্কার থাকত ওর মন’।
শুধু টুইটার নয়, ভন পোস্ট করেন ফেসবুকেও। সেখানে তিনি লেখেন, ‘তুমি বলতে ভুলে গিয়েছ যে আমি কোনও দিন ম্যাচ গড়াপেটা করিনি’।