অনলাইন ডেস্ক, ১৭ মে।। চলতি মৌসুমে লা লিগা জয়ের আশা শেষ হয়ে গেছে বার্সেলোনার। রবিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে সেল্তা ভিগোর বিপক্ষে হারতেই ন্যূনতম আশাটাও শেষ হয়ে যায় রোনাল্ড কোম্যানের দলের। ম্যাচের পরই জল্পনা শুরু হয়েছে, লিওনেল মেসি কি বার্সেলোনার হয়ে ক্যাম্প ন্যুতে নিজের শেষ ম্যাচটাও খেলে ফেললেন? বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে এ মৌসুমেই।
নির্দিষ্ট করে বললে ৩০ জুন। কাতালান ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন সুপারস্টার নতুন চুক্তিতে যাবেন কি-না এই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। সত্যিই দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি না হলে ক্যাম্প ন্যুতে শেষ ম্যাচটা খেলা হয়ে গেছে মেসির। লিগে মেসিদের আর একটি মাত্র ম্যাচ বাকি। আগামী রবিবার তারা নিজেদের শেষ ম্যাচটি খেলবে এইবারের মাঠে।
মেসি অবশ্য গত মৌসুমেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন। শেষ পর্যন্ত আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। কিন্তু এ বার তার বার্সা ছাড়ার জোর সম্ভাবনাই রয়েছে। ভালো ফুটবলার আনা এবং দল শক্তিশালী করার লোভ দেখিয়ে মেসিকে রেখে দেওয়া হয়েছিল ঠিকই।
কিন্তু অনেকেই মনে করছেন, এ বার মেসিকে আর আটকে রাখা যাবে না। সেল্তার বিপক্ষে হার যেন কফিনে শেষ পেরেক ছিল। বার্সা কোচ কোম্যান অবশ্য আশাবাদী মেসি থেকে যাবেন, ‘আশা করি এটা ক্যাম্প ন্যুতে মেসির শেষ ম্যাচ নয়। ও এখনো বিশ্বের সেরা ফুটবলার এবং সেটা আজ আবার জানতে পারলাম। ওকে ছাড়া আমাদের নামা অসম্ভব।’ মৌসুম শেষে কোম্যানের চাকরিটাও থাকবে তো!