স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৭ মে।। কোভিড পরিস্থিতি চলাকালীন আয়কর দাতা পরিবার ব্যতীত অন্যান্য পরিবারপিছু মাসিক ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও পরিবার পিছু ১০ হাজার টাকা প্রদান করা, এই সময়ের মধ্যে যারা ভ্যাকসিন নেয়নি তাদের দ্রুত ভেকসিন প্রদান করা, ভাতা প্রাপকদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভাতা প্রদান করা সহ ৮ দফা দাবির ভিত্তিতে আমবাসা মহকুমা শাসকের নিকট প্রতিনিধিমূলক ভাবে ডেপুটেশন প্রদান করলেন সি আই টি ইউ-র আমবাসা মহকুমা কমিটি।
এদিন মহকুমাশাসকের হয়ে প্রতিনিধি দলের হাত থেকে দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন ডেপুটি কালেক্টর নবব্রত দত্ত। প্রতিনিধি দলে ছিলেন সি আই টি উ-র আমবাসা মহকুমা কমিটির সম্পাদক বিধুভূষণ দেব, সভাপতি মনোরঞ্জন দেবনাথ, শ্রমিকনেতা নারায়ন দেবনাথ ও উমাপদ রুদ্র পাল। পরে এক সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন বিধুভূষণ দেব।