ঋষ্যমুখ বিধানসভার এডিসি ভিলেজের উন্নয়নে বিজেপি নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন

স্টাফ রিপোর্টার, ঋষ্যমুখ, ১৭ মে।। ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের আটটি এডিসি ভিলেজের উন্নয়ন কর্মসূচি সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে সোমবার বিজেপি নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বৈঠকে সামিল হন। এডিসি এলাকার উন্নয়ন যাতে স্তব্ধ হয়ে না পড়ে সেই লক্ষ্যে সোমবার সকালে এডিসি ভিলেজ কাউন্সিলের এডহক কমিটির উদ্যোগে আয়োজিত হয় পঞ্চায়েত সচিব ও আধীকারিকদের নিয়ে আলোচনা সভা ।

এডিসি ভোটের ফলাফলে তিপ্রা মথা জয়ী হবার পর জয়ের উল্লাসে মত্ত হয়ে জোর জবরদস্তি করে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের আটটি এ ডি সি ভিলেজ দখল নিতে চেয়েছিলে তিপ্রা মথা । এডিসি ভিলেজ দখল নিতে গিয়ে তিপ্রা মথাকে প্রতিরোধ করতেই বাঁধ সাজে ত্রিপুরা ত্রিপরা মথার সর্মথকরা। বিজেপি দলের নেতাকর্মীদের উপর আক্রমণের আগাম পরিকল্পনা নিয়ে গত পনের মে হঠাৎ গাবুরছড়া বিজেপি পার্টি অফিসে ঢুকে ভাংচুর চালায়। হামলা চালিয়ে বিজেপি দলের পাচ কর্মীকে আহত করে ।

এই সংঘর্ষকে কেন্দ্র করে এডিসির এলাকার উন্নয়ন যাতে স্তব্ধ হয়ে না পড়ে সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির এডিসি ভিলেজ কাউন্সিলের এডহক কমিটি গাবুরছড়া এডিসি ভিলেজ পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে, পঞ্চায়েত সচিব ও আধীকারিকদের সাথে আলোচনা করেন । আলোচনা ক্রমে সিদ্ধান্ত হয় পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্যয যে এডহক কমিটি গঠন করা হয়েছিল সেই মোতাবেক পরিচালিত হবে এডিসি ভিলেজ । এছাড়া রাজ্য সরকারের উন্নয়নের কর্মকাণ্ড জনগণের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় তার রূপরেখা তৈরিি করার সিদ্ধান্ত হয় ।

ঋষ্যমুখ ব্লক এলাকার আটটি এ ডি সি ভিলেজের উন্নয়নমুখী কাজের পরিকল্পনা করবে ভারতীয় জনতা পার্টির গঠিত ভিলেজ এডহক কমিটি । গাবুর ছড়া বিজেপি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ঋষ্যমুখ মন্ডলের সভাপতি অশেষ বৈদ্য । গত পনের মে গাবুর ছড়া বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ তিপ্রা মথার দলীয় কর্মী সমর্থকদের বিরুদ্ধে ।

ভেঙ্গে ফেলা পার্টি অফিস পুননির্মানের লক্ষ্যে গাবুর ছড়া দলীয় কার্যকর্তাদের নিয়ে এক আলোচনা সভা হয় । এই আলোচনা সভা থেকে সিদ্ধান্ত হয় গাবুর ছড়া দলীয় কার্যালয় পুনর্গঠন করা হবে । পাশাপাশি সিদ্ধান্ত হয় ঋষ্যমুখ মণ্ডলের যে আটটি এ ডি সি ভিলেজ আছে সেগুলির উন্নয়নকে সঠিকভাবে পরিচালনা করবে ভারতীয় জনতা পার্টি ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?