স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৭ মে।। সোমবার দিন দুপুরে বিশালগড়ের লালসিং মুড়া স্ট্যান্ড এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট এর ফলে আইসক্রিম ফ্যাক্টরিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড বিশালগড় ওল্ড লালসিংমুড়া স্ট্যান্ড এলাকায় আইসক্রিম ফ্যাক্টরিতে। জানা যায় মালিক ভাত খাওয়ার জন্য বাড়িতে চলে যান।
ঠিক সেই সময় বিদ্যুতের অতিরিক্ত ভোল্টেজে শর্ট সার্কিট হয়ে আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। পার্শ্ববর্তী দোকানদার খবর দেন বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের অফিসে। সেখান থেকে কর্মীরা এসে আগুন আয়ত্তে আনেন। জানা যায় অনেকদিন যাবত এই আইসক্রিম ফ্যাক্টরিতে বিদ্যুৎ-এর বিভিন্ন রকম গোলযোগ দেখা দিয়েছে ।
বিশালগড় বিদ্যুৎ দপ্তরে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম হেলদোল নেই ।এমনটাই জানিয়েছেন আইসক্রিম ফ্যাক্টরির মালিক বাবুল পাল। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানীকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে।