অনলাইন ডেস্ক, ১৭ মে।। ওসাসুনার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখল আতলেতিকো মাদ্রিদ। লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে এল জয়। যে জয়ে লা লিগার শিরোপার রেসে টিকে থাকল দলটি। রবিবার ঘরের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছে আতলেতিকো।
দিয়েগো সিমেওনের দলের আর একটি ম্যাচ বাকি। রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে সেই ম্যাচে জয় পেলেই ৭ বছর পর লা লিগা শিরোপা ঘরে তুলবে আতলেতিকো মাদ্রিদ।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে আন্তে বুদিমিরের গোলে এগিয়ে যায় ওসাসুনা। তাতে হারের শঙ্কায় পড়ে যায় আতলেতিকো।
সাত মিনিট পরই অবশ্য সমতায় ফিরে আতলেতিকো। সমতা ফেরানো গোলটি করেন রেহান লোদি। ৮৮ মিনিটে লুইস সুয়ারেজের গোলে নিশ্চিত হয় দলটির জয়।
এদিন একই সময়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল জয় তুলে নিয়ে শিরোপার রেসে টিকে আছে। আর হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেছে লিওনেল মেসিদের।
বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের রিয়াল। একমাত্র গোলটি করেন নাচো ফার্নান্দেজ। আতলেতিকোর চেয়ে যারা দুই পয়েন্ট পিছিয়ে। এখন শেষ রাউন্ডে আতলেতিকো হারলে বা ড্র করলে, আর রিয়াল নিজেদের ম্যাচে জিতলে শিরোপা পাবে লস ব্লাঙ্কোসরাই।
এদিকে সেলতা ভিগোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। ফলে শিরোপার সম্ভাবনা শেষ হয়ে গেল দলটির। আতলেতিকো, রিয়াল ও বার্সেলোনার পয়েন্ট যথাক্রমে ৮৩, ৮১ ও ৭৬। ৭৪ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে চারে।