অনলাইন ডেস্ক, ১৬ মে।। স্কুল জীবন থেকে দুজনের প্রেম। ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের বড় ফুটবলার হয়ে ওঠার পথে লুসিয়া লোইয়ের অবদানটাও কম নয় আসলে। কিন্তু এই যুগল তাদের ৮ বছরের সম্পর্কের ইতি টেনে দিয়েছেন বলে জানাচ্ছে ইংল্যান্ডের একাধিক সংবাদমাধ্যম। কারণ হিসেবে বলা হচ্ছে, লকডাউনের প্রভাব।
রাশফোর্ড ও লোই দুজনই সমবয়সী। দুজনেরই বয়স ২৩। স্কুলে পড়ার সময় দুজনের পরিচয় ও পরে তা গড়ায় ভালোবাসার সম্পর্কে। সূত্রের বরাত দিয়ে ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো লিখেছে, লকডাউনের মধ্যে দীর্ঘ সময় তারা একসঙ্গে ছিলেন। কিন্তু লকডাউনের চাপে এক সময় তাদের মধ্যে পরিবর্তন আসতে থাকে। দুজন এখন আলাদা থাকছেন। তবে এখনো তাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান অটুট আছে বলে খবর।
এমনকি তাদের পুনর্মিলনের সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আপাতত তারা দুজন আলাদা রয়েছেন এবং সেটা এ বছরের শুরু থেকেই বলে মনে করা হচ্ছে। রাশফোর্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ড জাতীয় দলে বড় তারকা হয়ে ওঠার শুরু থেকেই পাশে ছিলেন লুসিয়া লোই।