স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৬ মে।। রবিবার উদয়পুর ৩১ রাধা কিশোর পুর বিধানসভার অন্তর্গত ছাতারিয়াতে কৃষকদের জমিতে রাজ্যের কৃষি মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস শালগড়া পঞ্চায়েতের প্রধান ঠাকুর দাস সহ বিভিন্ন কৃষকরা মিলে কৃষি জমিতে ধান কাটাট ব্যবস্থা করে দেওয়া হয়। মন্ত্রী বলেন ধান কাটা মূল উদ্দেশ্য নয়। কৃষকদের পাশে থেকে কৃষকদের উৎসাহিত করাই হল মূল লক্ষ।
দেশের সরকার ও কৃষদের পাশে থেক সারা দেশে কাজ করে চলছে। এই ছাতারিয়া গ্রামের ৯০ শতাংশ ই জনগন কৃষি কাজ করে জীবিকা অর্জন করছে।কৃষকদের অনরোধেই রবিবার মন্ত্রীর আশা বলে জানান। রাজ্যে কৃষকদের দেশের সরকার প্রথম কিস্তিতে ২০০০ টাকা ব্যাংকের একাউন্টে দিয়ে দিয়েছেন। বাকী দুই কিস্তিতেও ৪০০০টাকা দিবে বলে জানান।