অনলাইন ডেস্ক, ১৬ মে।। হঠাৎ কেউ আপনার ফোন চাইছে। না দিয়ে উপায় নেই। অথচ ফোন প্রত্যাশি ব্যক্তি আপনার লিস্ট, ছবি, মেসেঞ্জার দেখুক; সেটি আপনি চান না। এমন পরিস্থিতি থেকে মুক্তি দিতে অ্যান্ড্রয়েডে দারুণ একটি ফিচার আছে, যা অনেকের কাছেই অপরিচিত।
ফিচারটির নাম (Guest mode) গেস্ট মোড। ফিচারটির মাধ্যমে আপনি তৎক্ষণাত অস্থায়ী একটি অ্যাকাউন্ট তৈরি করে অন্যের হাতে নিশ্চিন্তে ফোন তুলে দিতে পারেন। আপনার ডিভাইসের কোনো ছবি, ফোন নম্বর, মেসেজ, ফাইল তিনি দেখতে পাবেন না।
যেভাবে ব্যবহার করবেন: Settings > System > Advanced > Multiple Users-এভাবে অপশনটি আপনি পেতে পারেন। অর্থাৎ সেটিংসে গিয়ে সিস্টেম সার্চ করে অ্যাডভান্সড অপশনে ক্লিক করে মাল্টিপল ইউজারে যাবেন। সেখানে গেস্ট মোড পাবেন।
আগের অবস্থায় ফিরে আসতে সিস্টেমে গিয়ে মাল্টিপল ইউজারে ক্লিক করে ‘Remove Guest’ করলেই হবে। ফিচারটি দ্রুত অন করতে লক স্ক্রিনেও রাখতে পারেন।