ভাইবোন খুন : শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন সাংসদ প্রতিমা, দিলেন আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১৬ মে।। দক্ষিণ ত্রিপুরার রাজনগরের ইন্দ্রনগরে এক হৃদয় বিদারক ঘটনায় স্তব্ধ হয়ে গেছে একই পরিবারের দুটি প্রাণ চঞ্চল শিশুর জীবন। বিকৃত মানসিকতা শিকার হয়ে পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী সাধন দের দুই ফুটফুটে সন্তান, ১৩ বছরের হৃদয় এবং ১১ বছরের রীতার জীবন আলো নিভে গেছে চিরতরে। আজ সাধণ দের বাড়িতে যান সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি তাদের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন।

এই কঠিন সময়ে অত্যাবশ্যকিয় কার্য সম্পাদনের জন্য সাংসদ সম্মানিক থেকে কুড়ি হাজার টাকার একটি চ্যাক পরিবারের হাতে তুলে দেব প্রতিমা ভৌমিক। এদিকে, চারদিন অতিক্রান্ত হওয়ার পরও রাজনগরের গাবতলী এলাকার পরিবেশ এখনো শোকস্তব্ধ। গত ১২ ই মে রাজনগর বিধানসভার গাবতলী এলাকায় গরু চড়াতে গিয়ে নির্মমভাবে খুন হয় একই পরিবারের দুই ভাই বোন হৃদয় দে (১৩) এবং রিতা দে (১১)। ঘটনাকে কেন্দ্র করে গোটা বিধানসভা এলাকায় বইছে শোকের আবহ। রবিবার শোকাহত বাবা,মা,ও আত্মীয় পরিজনদের সাথে দেখা করে তাদের গভীর সমবেদনা জানান বিধায়ক সুধন দাস।

দুই সন্তান হারিয়ে বাবা ও মায়ের একটাই আবেদন অভিযুক্ত খুনীর শাস্তী চাই। এলাকাবাসীর দাবি খুনির ফাঁসি হোক।বিধায়ক সুধন দাস বলেন, অভিযুক্তের সবোর্চ্চ দৃষ্টান্তমূলক শাস্তির হোক,যাতে গোটা দেশের খুনিরা সতর্ক হয়। তিনি এই শোকাহত পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। বিধায়ক পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন,যাতে করে অভিযুক্ত কঠোর শাস্তি পায়।এদিকে পুলিশ এ ঘটনায় জড়িতকে গ্রেপ্তার করেছে। বর্তমানে সে জেলহাজতে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?