স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৬ মে।। দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছে মনু এডিসি ভিলেজ ও বীরচন্দ্র নগর এডিসি ভিলেজের লোকজনেরা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনু এডিসি ভিলেজে ও বীরচন্দ্র নগর এডিসি ভিলেজের প্রায় ৩০০ এর অধিক পরিবার দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছে। এলাকার লোকজনের জমিতে জমানো জল ও নালার জল পান করে কোনোপ্রকার দিন কাটাচ্ছেন। জানা যায় দীর্ঘ ১৫ দিন যাবৎ এলাকার পাম্প মেশিন বিকল হয়ে রয়েছে। এ নিয়ে দপ্তরকে বার বার জানিয়েও কোনোপ্রকার কাজের কাজ কিছুই হয়নি।
এ ডি সি নির্বাচনের প্রাকমুহূর্তে ভোটের জন্য এলাকার বিধায়ক প্রমোদ রিয়াং এলাকায়়় ছুটে গিয়েছিলেন। এলাকাবাসী পানীয় জলের সমস্যার কথা বিধায়ক এর কাছে জানিয়েছিলেন। তিনি এ বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। নির্বাচন শেষে জনগনের অসুবিধার কথা জেনেও প্রমোদ রিয়াং এলাকাবাসীর পাশে দাড়াচ্ছেনা বলে অভিযোগ। প্রমোদ রিয়াং এখন শীততাপনিয়ন্ত্রিত ঘরে বেশ আমেজের সহিত দিন কাটাচ্ছেন। এলাকাবাসীরা জানান তারা সঠিকভাবে বিশুদ্ধ পানীয় জল না পেলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাবে। অপরদিকে পাম্প অপারেটর এর সঙ্গে কথা বললে পাম্প অপারেটর বর্তমান সরকারের উপর একরাশ ক্ষোভ উগড়ে দেয়। বিগত বাম আমলে সকল পাম্প অপেরটর বঞ্চনার শিকার হয়েছে।
রাজ্যে নতুন সরাকার গঠনের পর সকলে আশার আলো দেখেছিলো। রাজ্যে নতুন সরকার গঠনের দীর্ঘ কয়েকবছর অতিক্রান্ত হয়ে গেলেও উনারা সঠিকভাবে বেতন ও ভাতা পাচ্ছেন না। উনাদের বেতন বৃদ্ধির কোন প্রকার পদক্ষেপ গ্রহন করেনি রাজ্য সরকার। এখন দেখার বিষয় এলাকার লোকজনের সুবিধার্থে ও পাম্প অপেরেটরদের সুবিধার্থে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।