এফএ কাপের ইতিহাসে প্রথমবার জয়ের স্বাদ পেল লেস্টার সিটি

অনলাইন ডেস্ক, ১৬ মে।। এফএ কাপের ইতিহাসে অন্যতম সেরা এক গোল করলেন ইউরি টিলেমানস। যে গোলে নিজেদের ইতিহাসে প্রথমবার এফএ কাপ জয়ের স্বাদ পেল লেস্টার সিটি।

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় লেস্টার। ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেন টিলেমানস। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন বেলজিয়ান মিডফিল্ডার।

এর আগে চারবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠেও কখনো শিরোপায় চুমু আঁকতে পারেনি ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার। সবশেষ ফাইনালে উঠেছিল সেই ১৯৬৯ সালে। অবশেষে তাদের অপেক্ষা ফুরোল।

শেষ দিকে অবশ্য চেলসি গোলের আনন্দে মেতেছিল। ৮৮ মিনিটে লেস্টারের ওয়েস মর্গ্যান আত্মঘাতী গোল করে বসেন। তবে গোলটি ভিএআরে বাতিল হয় চেলসির এক খেলোয়াড় অফসাইডে থাকায়।

সুবাদে নিজেদের ১৩৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঐতিহাসিক ট্রফিটি জিতে নেয় লেস্টার।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?