স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ মে।।কন্টেইনমেন্ট জোনগুলিতে প্রতিদিন স্যানিটাইজ করা, কোভিড আক্রান্ত হয়ে নিহতদেহ প্রতিশ্রুতি মোতাবেক এক কালিন ১০ লক্ষ টাকা প্রদান, পর্যাপ্ত সংখ্যক ডাক্তার, নার্স নিয়োগ সহ কোভিড ইস্যুতে রাজ্য সরকারের নজরে বেশ কিছু বিষয় আনার জন্য আজ সাংবাদিক সম্মেলন করলো প্রদেশ কংগ্রেস৷
মোট ১১ দফা দাবি এই সাংবাদিক সম্মেলনে উত্থাপন করা হয়৷ এরমধ্যে অন্যতম হলো করোনার তৃতীয় ঢেউ সবচাইতে বেশি শিশুদের আক্রান্ত করবে বলে ধারণা করা হচ্ছে৷
তাই শিশুদের জন্য আইসিইউ তৈরি করা, পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা ও বিনামূল্যে খাদ্যের ব্যবস্থা করা, দরিদ্র সীমার নীচে বসবাসকারী জনগণ, ক্ষুদ্র ব্যবসায়ী, অটোচালক, রিকশা চালক, দিনমজুরদের মাসিক ৬ হাজার টাকা ও ফ্রী রেশনের ব্যবস্থা করা৷ সর্বদলীয় বৈঠক ডেকে আলোচনা সহ নানাবিধ দাবি আজ সাংবাদিক সম্মেলনে উত্থাপন করা হয়৷
কোভিড ইস্যুতে শীঘ্রই এই দাবিগুলি পূরণ করার আহ্বান রাখে কংগ্রেস৷ এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন সাধারণ সম্পাদক তেজেন দাস, মুখপাত্র রাহুল সাহা, সহসভাপতি তাপস দে সহ অন্যান্যরা৷