অনলাইন ডেস্ক, ১৬ মে।। কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে অন্যত্র পাড়ি দিতে চান, এমন গুঞ্জন অনেক দিনের। তবে প্যারিসের ক্লাবটি এক প্রকার নিশ্চিতই করল, তাদের ফরাসি তরকা অন্তত চুক্তি শেষ হওয়ার আগে ক্লাব ছাড়ছেন না।
পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হবে ২০২২ সালের জুনে। অর্থাৎ আগামী মৌসুম পুরোটাই প্যারিসে খেলার কথা এমবাপ্পের।
আর আসছে মৌসুমটিতে পিএসজি তাদের হোম জার্সি পরিচিতিতে মডেল হিসেবে এমবাপ্পেকে দর্শকদের সামনে হাজির করেছে।
যা এমবাপ্পের আসছে মৌসুমে ক্লাবে থেকে যাওয়ার ইঙ্গিতই বহন করে। শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলে জার্সিটি প্রকাশ করে পিএসজি।
এমবাপ্পের নৈপুণ্যে গত সপ্তাহে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে পিএসজি। সেমিফাইনালে মোঁপেলিয়েকে হারানো ম্যাচে জোড়া গোল করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। বুধবার মোনাকোর বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে পিএসজি।
লিগ ওয়ানে অবশ্য শিরোপার পথটা পিএসজির জন্য কঠিন। দুই ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা লিলের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে দলটি।