ট্রাক আটকে ২৫ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার তেলিয়ামুড়ায়, গ্রেফতার তিন

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৬ মে।। রবিবার সাতসকালে ভেহিকেল চেকিং করার সময় উদ্ধার ৪৭৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লক্ষাধিক টাকা। ঘটনার বিবরণে জানা যায়, প্রত্যেক দিনের মতো রবিবার সকালেও তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট এ.এস.আই বিজয় দাসের নেতৃত্বে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে ভেহিকেল চেকিং-এ বসে ট্রাফিক পুলিশ।

ভিকেলস চেকিং করার সময় MH04JK8349 নম্বরের ছয় চাকার লরির কাগজপত্র খতিয়ে দেখার সময় সন্দেহবশত গাড়িটি চেকিং করে। গাড়িটিতে সিমেন্টের খালি বস্তা ভর্তি করে গাড়ির ঠিক মাঝামাঝি জায়গায় বস্তার তলায় করে ৪৭৬ কেজি শুকনো গাঁজা বহিঃরাজ্য পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। তখন তেলিয়ামুড়া ট্রাফিক এ এস আই বিজয় দাস সহ অন্যান্য ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটক করে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক ডিএসপি বিক্রমজীৎ শুক্ল দাস, মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব সহ বিশাল টি.এস.আর এবং পুলিশ বাহিনী।

পুলিশ গাড়িতে থাকা তিনজনকে আটক করেছে। এই তিনজন হলো- (১)রাম বিনয় শর্মা বাড়ি-আজমগর, উওর প্রদেশ;(২)সন্তোষ কুমার সুলতান পুর, উওর প্রদেশ; (৩)কপিল কুমার হরিমনি জেলা, বিহার। এদের তিনজনকে পুলিশ আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পুলিশ এদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আগরতলা বাইপাস স্থিত L&T প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারি সংস্থা থেকে সিমেন্টের খালি বস্তা এবং গাঁজা নিয়ে কলকাতার হাওড়ার উদ্দেশ্যে গাড়িটি যাচ্ছিল। এমনটাই জানিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া। তিনি আরোও বলেন, তদন্তক্রমে বেসরকারি এই সংস্থাটির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?