করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি সীমান্ত রক্ষী বাহিনীর

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৫ মে।।শনিবার সকালে বিএসএফের ২০ নম্বর বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট রাজবীর গুলজার ও ওসি সঞ্জীব কুমার এবং এ কুমারের নেতৃত্বে কৈলাসহরের পানিচৌকি বাজার, পাইতোর বাজার ও টিলাবাজারে করোনা ভাইরাস মোকাবিলায় সচেতনতামূলক সেনিটাইজেশন করা হয়৷

ভয়াবহ ভাবে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় বিএসএফও উদ্বিগ্ণ৷ তারাও সচেতনতামূলক কর্মসূচিতে সম্মিলিত হয়েছে৷

সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিএসএফ দেশ সেবাও করে থাকে৷ সেকারণেই বাজারগুলোর দোকানপাটে বিএসএফ জওয়ানরা সেনিটাইজেশান করে দেয়৷ তাছাড়া বিএসএফ পুর পরিষদ অফিস এবং বাস টার্মিনাস ভবন ইত্যাদিও সেনিটাইজেশান করে৷

সোডিয়াম হাইড্রোক্লোরাইড স্প্রে করা হয়৷ বিএসএফের এই মহতি কাজের প্রশংসা করেন শহরের ব্যবসায়ী ও বুদ্ধিজীবী মহল৷ উপস্থিত ছিলেন ইনস্পেক্টর রাকেশ কুমারও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?